× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি।

০১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সকল কর্মসূচির প্রতিবাদে ও তাদের সকল নৈরাজ্য প্রতিহত করার লক্ষ্যে এবং জাকারিয়া পিন্টু সহ ৯ জন কারাবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (১ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫ টার দিকে রেলগেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে শহরে ১নং গেটে পথসভার মধ্য দিয়ে শেষ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। 
 
 এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমান বিটু, ইমরান হোসেন সোহাগ, সোহান কবীর,অপু, মুশফিকুর রহমান রাতুল, অভি, মিনহজ, আশিকুর রহমান মুন্না,তৌহিদুল ইসলাম, ছাব্বির রহমান, 
পৌর ছাত্রদল নেতা, নাজমুল হাসান রিসাদ,গোলাম রসুল সাগর, সোলায়মান ইসলাম সাগর, সাহিল রাইয়াত মোহন, লালন হোসাইন, সাগর হোসেন, ইসমাইল হোসেন শুভ , খন্দকার শিশির,

কলেজ ছাত্রদল নেতা, মাহ্ মুদুল ইসলাম শাওন, সিজান মোল্লা, মাসুম হোসেন, ওমর শেখ শান্ত, শাকিব হোসেন, সেজান হোসেন,অমি আহাম্মেদ,তালহা হোসেন বিপ্লব সহ আরো অনেকে।
 
 ঈশ্বরদী উপজেলা ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমান বিটু বলেন, ঈশ্বরদী বাদে অন্যান্য উপজেলায় রাতের অন্ধকারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নামে দেয়ালে দেয়ালে বিভিন্ন স্টিকার লাগিয়েছে। তবে আমাদের ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগ রাতের অন্ধকারে দেওয়ালে দেওয়ালে লিফলেট বা স্টিকার কোন কিছুই লাগানো সাহস করতে পারে নাই কারণ আমরা ছাত্রদল মাঠে সদয় প্রস্তুত রয়েছে।তাদেরকে প্রতিহত করতে আমরা মাঠে রয়েছি। তাদের কোন সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবে না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.