× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে দুর্ঘটনা এড়াতে সামাজিক প্রতিবাদ কর্মসূচি

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা প্রতিনিদি।

০১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২০ পিএম

ছবিঃ সংগৃহীত।

"সড়ক কোনো মৃত্যুপুরী নয়, আমরা বাঁচতে চাই" স্লোগান নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ঘন্টাব্যাপী এক সামাজিক প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ (১লা ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে  গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়ায় এলাকাবাসীর আয়োজনে সামাজিক প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও গোবিন্দগঞ্জ ব্যবসায়ী শিল্প সমিতির সভাপতি সানোয়ার হোসেন দিপু। 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের আহবায়ক আহবায়ক মুস্তাফিজুর রহমান চৌধুরী মুন্নাফ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মতিন, যুবদল নেতা শাহজাহান, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মিনহাজুল তালুকদার রোমান প্রমুখ। 

উক্ত প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, ছাত্র, শিক্ষিক, অভিভাবক, রাজনীতিবিদ, সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ অংশে বকচর-পান্তাপাড়া এলাকায় গত ১৮ দিনে ৪৩টি সড়ক দুর্ঘটনায় ৭ জনের প্রাণ অকালে ঝরে যায়। এতে আহত হয় শতাধিক যাত্রী। সড়ক দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা প্রশাসনকে জানালেও যথাযথ ব্যবস্থা নেয়নি। শুধুমাত্র দক্ষিণ বাসস্ট্যান্ড থেকে বকচর কোল্ড স্টোরেজ এলাকাকে দুর্ঘটনা প্রবণ এলাকা ঘোষণা করে সড়কের পাশে গাড়ির গতি সীমা ৩০ কি.মি সম্বলিত সড়ক চিহ্ন স্থাপন করা হয়েছে। কিন্তু যানবাহন চালকদের উদাসিনতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফলতির কারণে একের পর এক দুর্ঘটনায় অকালে ঝরে যাচ্ছে তাজাপ্রাণ। ফলে বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন এলাকাবাসী।

সড়ক দূর্ঘটনা প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা না গ্রহণ করলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.