× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ময়মনসিংহে বৈষম্যবিরোধী কমিটি থেকে ছাত্রদলের ৬ কর্মীর একযোগে পদত্যাগ

এম এ কালাম, ময়মনসিংহ ব্যুরো

০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৯ পিএম

ছবিঃ সংগ্রহীত।

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে ছাত্রদলের ৬ কর্মী পদত্যাগ করেছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) লিখিতভাবে এ ঘোষণা দেন তারা। পদত্যাগ করা ছাত্রদলের কর্মীরা হলেন- কাওসার হাসান মিয়াদ, আহসান উল্লাহ হৃদয়, রিসাদুল আলম প্রিন্স, তানজিনা ইমি, সাদিয়া জাহান মিম ও মেহেদী হাসান চঞ্চল।

ঘোষণাপত্রে তারা বলেন, আমরা জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ মহানগর ও উত্তর-দক্ষিণ জেলা কমিটির নেতাদের নির্দেশে ৬ জুলাই থেকে ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আমরা এই আন্দোলনে জাতীয়তাবাদের চেতনা থেকে অংশগ্রহণ করি। যার ফলে ৩৬ জুলাই ফ্যাসিস্টদের পালিয়ে যাওয়ার মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করি।

তারা আরও বলেন, বিপ্লব-পরবর্তী সময়ে দেশের সংকটময় পরিস্থিতিতে বিপ্লবী ছাত্র-জনতার প্রতিনিধি হিসেবে দেশ সংস্কার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি আমরা। সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারি, গত ২৬ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর ও জেলা কমিটি প্রকাশিত হয়। সেই কমিটিতে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ না করে ময়মনসিংহ জেলা কমিটির সংগঠক, সহ-মুখপাত্র, যুগ্ম সদস্য সচিবসহ সদস্য পদে পদায়ন করা হয়।

ঘোষণাপত্রে তারা বলেন, আমরা মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পদায়ন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এ কমিটি থেকে সজ্ঞানে আমরা পদত্যাগ করছি। এই কমিটির সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।

পদত্যাগের বিষয়ে কাওসার হাসান মিয়াদ বলেন, আমি আনন্দ মোহন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। দীর্ঘ ৫-৬ বছর ধরে শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্রদলের জন্য রাজনীতি করছি। আমার ধারণা রাজেনৈতিকভাবে আমাদের বিতর্কিত করার উদ্দেশে না জানিয়ে কমিটিতে নাম দেওয়া হয়েছে।

ময়মনসিংহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব আলী হোসেন বলেন, আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃস্থানীয়রা দেখে শুনে কমিটি দিয়েছে। যারা পদত্যাগ করেছে প্রত্যেকেই প্রতিটি মিটিংয়ে আমাদের সঙ্গে উপস্থিত ছিল । তাদের আগ্রহ দেখেই তাদেরকে কমিটিতে রাখা হয়েছিল। তারা হয়তো তাদের আশানুরুপ পদ পায়নি বা অন্য কোনো দলে থাকতে পারে। এজন্য পদত্যাগ করতে পারে। আমাদের কমিটিতে যদি অন্য দলের কেউ থেকে থাকে তারা তাদের মতো পদত্যাগ করতে পারে, এতে আমাদের কোনো সমস্যা নেই। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.