× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চকরিয়ায় প্রকাশ্যে দিবালোকে গাছ কেটে বিদ্যালয়ের মাঠ দখল : স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

মোঃ কামাল উদ্দিন,চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি।

০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৭ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

কক্সবাজারের চকরিয়ায় প্রকাশ্যে দিবালোকে  আছ-ছফা আর্দশ শিক্ষা নিকেতন নামে শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ ও জায়গা জবর-দখল করে ইটের বাউন্ডারি দেয়া হয়েছে। এনিয়ে চিহ্নিত ভূমিদস্য ও জবর-দখলকারীর বিরুদ্ধে স্থাপনা নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ওই স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, স্কুল পরিচালনা কমিটি ও স্থানীয় সচেতন অভিভাবকরা।

আজ (২ ফেব্রুয়ারী) দুপুরের দিকে কে বি জালাল উদ্দিন সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বিদ্যালয়ের শতশত শিক্ষার্থী, শিক্ষক, অবিভাবক ও স্কুল কমিটি এবং স্থানীয় এলাকাবাসী অংশ নেন। আয়োজিত মানববন্ধনে আছ-ছফা আদর্শ শিক্ষা নিকেতন সভাপতি কাজী এনামুল হক বলেন, দীর্ঘ ২৫ বছর পূর্বে অত্র জনপদে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সু-শিক্ষায় শিক্ষিত ও শিক্ষা বিস্তারের মাধ্যমে আলোকিত করতে সমাজের সচেতন ব্যক্তিরা এই প্রতিষ্ঠান নির্মাণ করেন। বহু কষ্টের মাধ্যমে সম্মিলিতভাবে এলাকায় শিক্ষা বিস্তারের প্রয়োজনে ৭৩ শতক জায়গা নিয়ে এ বিদ্যালয় প্রতিষ্ঠা করে চারপাশে সীমানা দেওয়ালও নির্মাণ করা হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে  দীর্ঘ ২৫ বছর যাবত সুষ্টুভাবে পরিচালিত হয়ে আসলেও এলাকার কিছু চিহ্নিত ভূমিদস্যু প্রকাশ্যে দিবালোকে গাছ কেটে খেলার মাঠ দখল করে সম্পূর্ণ বেআইনি ভাবে ইটের বাউন্ডারি নির্মাণ করেন। এটা বড়ই নিন্দনীয় ঘটনা।

বিদ্যালয়ের সীমনার ভেতরে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জবর-দখলকারী ও  ভূমিদস্যুদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থীরা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যালয়ের গাছ কেটে খেলার মাঠ দখল করার বিষয়টি কেউ দপ্তরে অভিযোগ করেনি।

এইমাত্র আপনার মাধ্যমে জানতে পেরেছি খেলার মাঠ দখল করে ওয়াল নির্মাণের বিষয়টি। এহেন ঘটনা কেউ করে থাকলে আইনগত পদক্ষেপ নেয়া হবে। বিদ্যালয়ের মাঠ দখল করে স্থাপনা নির্মাণের ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আতিকুর রহমান কাছে জানতে চাইলে বলেন, স্কুলের মাঠ ও জায়গা অবৈধ ভাবে জবর দখল করার কোন ধরণের সুযোগ নাই। তারপরও কেউ জায়গায় দখল করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.