লক্ষ্মীপুরে আদালত প্রাঙ্গণে মামলার হাজিরা দিতে এসে আওয়ামী লীগের পক্ষে জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে পরান চৌধুরী নামে একজনকে গ্রেফতার করছেন পুলিশ । আজ রোববার দুপুর ১২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিচে এই ঘটনা ঘটে।
পুলিশ, আইনজীবী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চার শিক্ষার্থী নিহতের মামলায় গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করা হয়। এ ছাড়া অন্য কয়েকজন জামিনে থাকা আসামিও আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা দিয়ে বের হওয়ার সময় আসামিরা আদালত প্রাঙ্গণে জয় বাংলা শ্লোগান দিতে থাকেন।
একপর্যায়ে জামিনে থাকা আসামি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুহল আমিনের নেতৃত্বে কয়েকজন কর্মী জয় বাংলা স্লোগান দেন । এ সময় জয় বাংলা স্লোগান দিতে দিতে আসামির গাড়িতে উঠে বসেন কোর্টে হাজিরা দিতে আসা আসামিগণ ।
এ সময় আদালতে থাকা উত্তেজিত নেত-কর্মীরা তাদের ধাওয়া দেয় ও হামলা চালায়। এ সময় দুজনকে ধরে মরধরের পর একজনকে পুলিশে সোর্পদ করা হয় অন্য আরেকজন পালিয়ে যায়।