কুমিল্লার হোমনা উপজেলার আছাদপুর ইউনিয়ন পাথালিয়াকান্দি গ্রামে ব্যক্তির উদ্যোগে প্রস্তাবিত বৃদ্ধাশ্রম ও এতিমখানার নির্মাণ করার লক্ষ্যে প্রথম পর্যায়ে গেটে ভিত্তিপ্রস্তুর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় আয়েশা জামান এন্ড শেখ রূপা ফাউন্ডেশনের নামে প্রস্তাবিত শান্তি নিবাস বৃদ্ধাশ্রম ও এতিমখানার গেট ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আলহাজ্ব মফিজুল ইসলাম সুমন।
প্রতিষ্ঠাতা ও পরিচালক বলেন, আমরা অসহায় বৃদ্ধ মানুষদের থাকা খাওয়া ও সুচিকিৎসার লক্ষে বৃদ্ধাশ্রম নির্মানে আগ্রহী হয়েছি। ছোট থেকে আমার স্বপ্ন ছিল একটা বৃদ্ধাশ্রম করার সেই লক্ষ্যে আমার এই উদ্যোগ। আশা করি সকলের পরামর্শ ক্রমে আমাদের এই বৃদ্ধাশ্রমের অসহায় মা-বাবা নিশ্চিন্তে বসবাস করতে পারবেন।
এ সময় আছাদপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মো. জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. সাত্তার সরকার, পাথালিয়াকান্দি মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কোষাধক্ষ্য মো.তাজুল ইসলাম সরকার, প্রতিষ্ঠাতার বড় ভাই মো.খোকন সরকার, দুলালপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক সাদেক সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মো.কামাল হোসেন, মাত্রা নার্সারির প্রতিষ্ঠাতা ও পরিচালক মো.হাবিবুর রহমান (হাবিব), জালাল সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।