× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বান্দরবানে সাত শ্রমিককে অপহরণ

বান্দরবান প্রতিনিধি।

০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলার কমলা বাগান পাড়া থেকে সাত শ্রমিককে অপহরণের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা অপহরণ করেছে সেই ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। আজ রবিবার ভোররাতে সরই ইউনিয়নের লুলাইং এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানি। 

চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানি জানান, সাত শ্রমিকের মুক্তিতে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।’’ পুলিশ ও স্থানীয়রা জানান,  কমলা বাগান পাড়ার বমুর খাল এলাকায় শ্রমিক শেডে অবস্থানরত সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল। সংবাদ পেয়ে অপহৃতদের উদ্ধারে কাজ শুরু করেছেন যৌথবাহিনীর সদস্যরা।

বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানান, অপহরণের সংবাদ পাওয়া মাত্রই যৌথবাহিনীর সদস্যরা অপহৃত শ্রমিকদের উদ্ধারে কাজ শুরু করেছেন। ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকায় তাই কারা অপহরণ করেছে এ নিয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

এর আগে, ১৪ জানুয়ারি গভীর রাতে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গম বমুর খাল নামক এলাকায় কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী সাত রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়, পরে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে একদিন পরই তাদের উদ্ধার করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.