× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উচ্চাঙ্গ সংগীতের মাধ্যমে উস্তাদ মোজাম্মেল- রবিউল'কে স্মরণ

শফিকুল আলম ইমন, রাজশাহী নগর প্রতিনিধি।

০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজশাহী অঞ্চলের উচ্চাঙ্গ সংগীতের তৃতীয় পুরুষ অর্থাৎ বাংলাদেশে উচ্চাঙ্গ সংগীতের উজ্জ্বল রথী উস্তাদ মোজাম্মেল হোসেন ও তাঁর সুযোগ্য সন্তান পরবর্তীতে বাংলাদেশের সংগীতের আরেক রথী উস্তাদ রবিউল হোসেন স্মরণে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহী বি.বি হিন্দু একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে হিন্দোল সাংস্কৃতিত গোষ্ঠী। 

সংগীতানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী রিয়াজ উদ্দিন আহমেদ। হিন্দোল সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সভাপতি সৌমিত্র ব্যানার্জীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে সংগীত সাধক উস্তাদ মোজাম্মেল হোসেন ও উস্তাদ রবিউল হোসেনের উত্তরসূরি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ও হিন্দোল সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক সলোক হোসেন এর সঞ্চালনায় শুরুতে হিন্দোলের শিক্ষার্থীরা সমবেত উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করেন। এরপর খেয়াল পরিবেশন করেন হিন্দোলের শিক্ষার্থী হুমায়রা জান্নাত মীম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সভাপতি শায়লা তাসনীম, বাঁশি বাজিয়ে শোনান বুলবুল সরকার, গীটারে মোহনবীণা বাজান দোলন কানুন গো, তবলা লহড়া পরিবেশন করেন কুমার প্রতিবিম্ব। তবলা সহযোগিতায় ছিলেন রুবাইয়াত ফেরদৌস শাওন, সঞ্জয় বিশ্বাস ও হারমোনিয়াম সহযোগিতায় ছিলেন শিল্পী অভিনব সরকার কাব্য, আলমগীর পারভেজ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মকবুল হোসেন, রাবি সংগীত বিভাগের অধ্যাপক ড. অসিত রায়, অধ্যাপক পদ্মিনী দে, সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. বিথিকা বণিক, চারুকলা বিভাগের অধ্যাপক জিল্লুর রহমান, গণোযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মামুন হায়দার, সংগীত গুরু মঞ্জুশ্রী রায়, নৃত্যগুরু হাসিব পান্না, উস্তাদ কাজি মন্টু, উদীচী রাজশাহী জেলা সংসদের সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনা, রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ ড. বিশ্বজিৎ ব্যানার্জী, কবি শামীমা সুলতানা নাইস, নৃত্য প্রশিক্ষক কাবেরি দেবনাথ,তবলা শিল্পী উত্তম কুমার প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.