× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে যুবলীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় যুবলীগ নেতা মুরাদ খানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে নগরীর রেলস্টেশন বাবুপাড়া এলাকা থেকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। 

গ্রেফতারকৃত মুরাদ খান ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি নগরীর স্টেশন বাবুপাড়া শাজাপুরের মরহুম মোস্তাক আলমের ছেলে। মুরাদ খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্না হত্যা মামলার এজাহারভুক্ত ৫৪ নম্বর আসামি। একই মামলায় গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে পোস্ট অফিস সংলগ্ন গলির এক আত্মীয়ের বাসা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করা হয়। বর্তমানে তি‌নি পাঁচ দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন । 

এর আগে গত ২৮ জানুয়ারি মঙ্গলবার রাতে নগরীর স্টেশন বাবুপাড়া থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আল-আমিন হোসেনকে অস্ত্রসহ একই মামলায় গ্রেফতার করে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, গ্রেফতার মুরাদ খান ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। মুন্না হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে। 

উল্লেখ্য, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১২৮ জনকে আসামি করে গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলা দায়ের করা হয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.