× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ময়মনসিংহ সিটির সাবেক প্যানেল মেয়র ডন গ্রেফতার

এম এ কালাম ময়মনসিংহ ব্যুরো

০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১০ পিএম

ছবিঃ সংগৃহীত।

ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক ১ নম্বর প্যানেল মেয়র ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসিফ হোসেন ডনকে গ্রেফতার করা হয়েছে।

আজ (২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর পাটগুদাম এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ ও কোতয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।


বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান বলেন, ‘আসিফ হোসেন ডন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রেদোয়ান আহমেদ সাগর হত্যা মামলার এবং বিএনপি পার্টি অফিস ভাঙচুর মামলার আসামি।


গত বছরের ৫ আগস্টের পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে তার অবস্থান জানতে পেরে ২৫ অক্টোবর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।


‘এরপর ডনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে ২৫ ডিসেম্বর আদালত তাকে জামিন দিলে আবারও পালিয়ে যান। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে আমরা পারি, তিনি পাটগুদাম এলাকায় এসেছেন। এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করে।’ ডনকে বিএনপি পার্টি অফিস ভাঙচুরের মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে জানান ওসি। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.