× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নানা বাড়িতে জীবিত এসে ফিরলেন মৃত হয়ে

মো:ফাহিম, চরফ্যাসন(ভোলা)প্রতিনিধি।

০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

চরফ্যাসনে নানা বাড়িতে বেড়াতে আসাই যেন কাল হয়ে দাঁড়াল রেদওয়ান(৪) নামের এক শিশুর।

নানা বাড়ির পুকুরের  পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। শনিবার সকালে হাজারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নানা আবু তাহের সরদার বাড়িতে ঘটে এমন নির্মম ঘটনা। 

নিহত শিশু রেদওয়ান ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের মলোশিয়া প্রবাসী মো. রুবেলের ছেলে।
এক মাত্র শিশু সন্তানের মৃত্যুতে শোকে বিহব্বল পুরো পরিবার। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা মুক্ত বেগম। শিশু পুত্র সন্তানের জন্য বিলাপ করতে করতে মা মুক্তা বেগম বলেন, ওহ আল্লারে আমার ময়নারে দিয়া যাও। কলিজা টুকরা ময়নারে ছাড়া আমি বচমু কেমনে। পোলাডারে থুইয়া ঘরে গিয়া ফরইয়া আইয়া আর পাইলাম না পোলাডারে। কি এমন দোষ করছি আমি। আল্লাহ আমার পোলাডারে কাড়িয়া নিলো।

স্বজনরা জানান,গত ১৫ দিন আগে দুই মেয়ে ও একমাত্র শিশু পুত্রকে নিয়ে শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নে বাবার বাড়িতে বেড়াতে আসেন মা মুক্তা বেগম। সকালে শিশু পুত্র রেদওয়ানেকে উঠানে খেলতে দিয়ে তিনি অল্প সময়ের জন্য ঘরের যান। ফিরে এসে আর শিশু পুত্রকে উঠানে না দেখে চারদিকে খুঁজতে থাকেন মা।

কোন সন্ধান না পেয়ে ছুটে যান বসত ঘরের পাশে পুকুর পাড়ে। পুকুরের শিশু পুত্রের জুতা ভাসতে দেখে ওই পুকুরে তল্লাশী চালিয়ে পুকুরের পানিতে ডুবন্ত শিশুর মরদেহ উদ্ধার করে। পরে স্বজনরা শিশু রেদওয়ানকে উদ্ধার চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শিশুকে মৃত বলে জানান।

শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.