লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সাথে মতবিনিময় করেছেন চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। জেলার সার্বিক কর্মকান্ড বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তুলে ধরার আহ্বান ডিসি। পরে পুলিশ সুপার মো: আকতার হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত করেন প্রেসক্লাবের সদস্যরা। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা চান এসপি।
এসময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সাংবাদিকরা।
এদিকে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা’র সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: আবদুন নুর, সাধারণ সম্পাদক মো: আলা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন দিপু, কোষাধ্যক্ষ জুনায়েদ আহম্মেদ, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক নাজমুস সাকিব, প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ, কার্যনির্বাহী সদস্য মো: শাহাদাত হোসেন ফাহিম, ইসমত দোহা ও সদস্য মো: আবুল বাসার।
এসময় স্ব স্ব দপ্তরে জেলার উর্দ্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।