× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশকে ভালবাসে না বলেই শেখ হাসিনা পালিয়ে গেছেন-ডা. শফিকুর রহমান

ইমাম হোসেন খাঁন, দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন দেশকে ভালবাসে না বলেই শেখ হাসিনা পালিয়ে গেছেন। দেশকে যদি ভালবাসতেন পালা বদলের পর সাহস করে দেশেই থাকতেন। তিনি দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। তারা সারাদেশকে কারাগারে পরিণত করে ছিলো।

সোমবার বিকাল ৪টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ি যাওয়ার পথে ফেনী-নোয়াখালী মহাসড়কে আতার্তুক সরকারি মড়েল হাই স্কুল মাঠে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে পথসভায় এসব কথা বলেন তিনি।


জামায়াতের আমীর আরও বলেন, আপনি যখন পালিয়ে গেলেন আপনার নেতা-কর্মীরা আপনি এমন কী করলেন একটি বারও বললেন না। আপনি তো পালিয়ে গেলেন এখন ওখান থেকে ফুসফাস করেন কেন? আমরা ব্যাক্তিগত ভাবে বলেছিলাম কারো উপর প্রতিশোধ নিবো না। তবে যারা নিহত হয়েছে তাদের বিচার হওয়া অধিকার আছে। খুনিদের বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলতে হবে। তাহলে ভবিষ্যতে এভাবে নিরীহ মানুষকে খুন করতে সাহজ পাবে না। তিনি আগামীতে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর পাশে থাকার জন্য সকলকে আহ্বান জানান।

পথ সভায় দাগনভূঞা উপজেলা জামায়াতের  আমীর মাওলানা গাজী ছালেহ উদ্দীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, নোয়াখালী জেলার সাবেক আমীর মাওলানা আলাউদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান, সাবেক আমীর একেএম সামছুদ্দিন,ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি জেনারেল ডা.  ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য কামাল উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের মজলিশে শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ, সাবেক উপজেলা আমীর এএসএম নূর নবী দুলাল, দাগনভূঞা পৌর জামায়াতের আমীর মাওলানা কামরুল হাসান, সেক্রেটারী আবু সাঈদ মুহাম্মদ কামরুজ্জামান প্রমূখ।

এ সময় দাগনভূঞা, সোনাগাজী ও নোয়াখালী জেলার সেনবাগসহ আশপাশের এলাকার জামায়াতের নেতাকর্মী পথসভায় জড়ো হন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.