রংপুরের তারাগঞ্জে ব্রাদার্স হিমাগারে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাতে নৈশপ্রহরীকে বেঁধে ২৫ থেকে ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পুলিশ ও হিমাগার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, রংপুর-দিনাজপুর মহাসড়কের গাঁ ঘেষে তারাগঞ্জের বাঙালীপুর এলাকায় ব্রাদার্স হিমাগারে গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে পেছনের প্রাচীর টপকে ডাকাত দল প্রবেশ করে দুই জন নিরাপত্তাকর্মী ও একজন মেশিন অপারেটরকে বেঁধে রেখে ৩৫০ কেভির একটি ট্রান্সফরমার, ওয়্যারিং ক্যাবেল, মটর, আইপিএস, কন্ট্রোল বোর্ডসহ প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
আজ সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ছিন্নভিন্ন হয়ে রয়েছে পুরো মেশিন রুম। সেখানে থাকা ওয়্যারিং ক্যাবল, মটর, ট্রান্সফরমার নেই।
কথা হলে নিরাপত্তা কর্মীর আবেদুল বলেন, পেছনের প্রাচীর টপকে ডাকাতেরা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে রাত দেড়টার দিক। আমাদের অস্ত্রের মুখে হাত পা বেঁধে মেশিন রুম, স্টোর রুম, অফিস কক্ষের মালামাল খুলে নেয় ডাকাতেরা। পরে মেইন গেট খুলে পিকআপে সেগুলো উঠিয়ে চলে যায়। প্রায় ২০জনের মতো ছিল তাঁরা।
ব্রার্দাস হিমাগারের মালিক একরামুল হক বলেন, রাত ৪টা ২৬ মিনিটে ফোনে জানতে পারি হিমাগারে ডাকাতি হয়েছে। এটা পরিকল্পিত ডাকাতি। আমাকে ব্যবসায়িকভাবে হ্যারেজমেন্ট করার জন্য এই সংঘবদ্ধ ডাকাতি। আমাদের ইঞ্জিনিয়ার দিয়ে সার্ভে করে যেটা পাচ্ছি, এটাতে আমার কাছে মনে হচ্ছে ২৫ থেকে ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে ।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, রংপুরের পুলিশ সুপার মো. আবু সাইম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।