× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভূরুঙ্গামারীতে সাংবাদিকের মায়ের মৃত্যু

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের অন‍্যতম সদস‍্য, দেশের আলোচিত দৈনিক কালবেলা পত্রিকার ভূরুঙ্গামারী  প্রতিনিধি, সৃষ্টি নিউজ.কম এর সম্পাদক ও প্রকাশক, সোনাহাট ডিগ্রি কলেজের জৈষ্ঠ্য প্রভাষক মোঃ মোখলেছুর রহমান  এর মমতাময়ী মা মোমেনা বেগম আজ সোমবার সকাল সাড়ে দশটার সময় পাইকেরছড়া নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। 'ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন'।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন থেকে এজমার সমস্যায় ভুগছিলেন। সোমবার সকালের খাবার শেষে ঘরের মাকড়সার জাল পরিস্কার করতে গিয়ে শ্বাস কষ্ট অনুভব করেন। পরে পল্লী চিকিৎসক ডেকে মুখে অক্সিজেন এর লেবুলাইজেশন মেশিন দিয়ে শ্বাস নেওয়ার স্বাভাবিক ব‍্যবস্থা করার সময় তাঁর মৃত্যু হয়। পরে বিকেলে পাটেশ্বরী বরকতিয়া উচ্চ বিদ‍্যালয় মাঠে মরহুমার নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি স্বামী, ৩ ছেলে, ১ মেয়ে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

এদিকে, সাংবাদিক মোখলেছুর রহমান এর মায়ের মৃত্যুতে ভূরুঙ্গামারী প্রেসক্লাবে সভাপতি আনোয়ারুল হক ও সম্পাদক এমদাদুল হক মন্টু এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.