ভোলার চরফ্যাসনে দৈনিক যুগান্তর পত্রিকার রজত জয়ন্তী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে আজ (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
যুগান্তরের চরফ্যাসন উপজেলা (দক্ষিণ) প্রতিনিধি এম আমির হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, চরফ্যাসন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি কামাল গোলদার, সহ-সভাপতি ও দৈনিক দিনকাল প্রতিনিধি কামাল মিয়াজি, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি নোমান সিকদার।
এছাড়াও অনুষ্ঠানে উপিস্থিত ছিলেন, দৈনিক সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা, দৈনিক স্বদেশে প্রতিদিন প্রতিনিধি সজিব শাহরিয়ার, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলা প্রতিনিধি সাইফুল ইসলাম মুকুল, দৈনিক বরিশালের আজকাল প্রতিনিধি ইঞ্জিনিয়ার রাশেদ, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি হাসান লিটন, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি হাওলাদার শাহাবুদ্দিন, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি রুবেল আশরাফুল, দৈনিক আজকের দর্পণ প্রতিনিধি মামুন হোসাইন, এনটিভি অনলাইন প্রতিনিধি ইসরাফিল নাঈম, দৈনিক আজকের ভোলা প্রতিনিধি শামিম খান, দৈনিক বাংলাদেশ বাণী প্রতিনিধি নুর উল্লাহ আরিফ, দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি মো:ফাহিম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তর আগামী দিনগুলোতে জনগণের চাহিদা অনুযায়ী সংবাদ পরিবেশন করবে।
অনুষ্ঠানে যুগান্তর প্রতিনিধি এম আমির হোসেন বলেন, যুগান্তরের এই এগিয়ে যাওয়ার পেছনে ছিল পাঠকের ভালবাসা ও সংবাদপত্রসেবীদের সহযোগিতা এবং যুগান্তর কর্তৃপক্ষের সাহসী পৃষ্ঠপোষকতা।