× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চকরিয়ায় সাংবাদিকের স্ত্রী ও মেয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মোঃ কামাল উদ্দিন, চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি।

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

কক্সবাজারের চকরিয়ায় মা-মেয়ের হত্যাকারী শওকত হাসান মেহেদীর ফাঁসির দাবিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের ব্যানারে ও সচেতন এলাকাবাসীর উপস্থিতিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ চকরিয়া জনতা শপিং সেন্টার থেকে শুরু করে চকরিয়া হাসপাতাল রোড় পর্যন্ত রাস্তার দুপাশে পুরুষ ও মহিলা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন যথাক্রমে ছুরিকাঘাতে নিহত পারভীন আক্তারের স্বামী ও মেয়ে, উম্মে হাফছা তুহির পিতা সাংবাদিক আবদুল হামিদ, চকরিয়া পৌরসভা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, পৌরসভা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মাহামুদুল করিম, কক্সবাজার জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন কমিশনার, চকরিয়া পৌরসভা জামায়াতের আমির আরিফুল কবির, চকরিয়া পৌরসভা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা কুতুব উদ্দিন হেলালী,  চকরিয়া পৌরসভা ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জাকারিয়া ও চকরিয়া পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফোরকানুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ছুরিকাঘাতে নিহত মা-মেয়ের হত্যাকারী শওকত হাসান মেহেদীকে বিচারের মাধ্যমে ফাঁসি নিশ্চিত করতে হবে।

এছাড়াও ঘাতক শওকত হাসান মেহেদীর পিতা মাতাকে গ্রেফতারের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এছাড়াও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল কাদের ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে ঘাতক শওকত হাসান মেহেদী দ্রুত সময়ে গ্রেফতার হয়েছিলো, এজন্য মানববন্ধন থেকে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল কাদের ভূঁইয়াকে ধন্যবাদ জানান বক্তারা। তবে, ধন্যবাদ জানানোর পাশাপাশি তারা আরো দাবি করেন,  অন্যন্যা আসামীদেরকেও দ্রুত সময়ে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার।

অন্যথায়, বিক্ষুব্ধ জনতাকে সাথে নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অচল করে দেওয়ার হুমকিও দেন তারা।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি শুক্রবার জুমার নামাজের সময় ঘাতক স্বামী শওকত হাসান মেহেদী স্ত্রী উম্মে হাফছা তুহিকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় শাশুড়ী পারভীন আক্তার মেয়েকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে শাশুড়ীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলে স্ত্রী উম্মে হাফছা তুহি মারা গেলেও চিকিৎসাধীন অবস্থায় ১৪ দিন পর শাশুড়ি পারভিন আক্তার ৩১ জানুয়ারি চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালে মারা যান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.