× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দৌলতপুরে‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রাকিব আলী দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১১ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

কুষ্টিয়ার দৌলতপুরে‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।‘এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে এ কর্মশালার আয়োজন করে দৌলতপুর উপজেলা প্রশাসন।

আজ(০৪ ফেরুয়ারি) উপজেলা অডিটোরিয়ামের কনফারেন্স রুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো.আব্দুল হাই সিদ্দিকী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলমের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ,দৌলতপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)মো. নাজমুল হুদা,উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা.তৌহিদুল হাসান তুহিন,উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম জোয়াদ্দার,সাংবাদিক আহমেদ রাজু।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দৌলতপুর শাখার আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম।এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা,গনমাধ্যমকর্মী,ছাত্রপ্রতিনিধি,শিক্ষার্থী,

শিক্ষকবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।কর্মশালায় বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ।তারা এ পৃথিবী বদলে দেবে।এদেশ বদলে দেবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। পাশাপাশি সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয় কর্মশালা থেকে।কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মোট ৯টি দলে ভাগ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.