রংপুর নগরীর ব্যস্ততম স্থান থেকে প্রকাশ্য ছিনতাইয়ের কবলে পড়ে ব্রিটিশ টোব্যাকো কোম্পানির কালেকশন ম্যানেজার শামীম হোসেন ১ লাখ ২০ হাজার টাকা খোয়ালেন। ভুক্তভোগী এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুর নগরীর বেতপট্টী জলযোগ হোটেলের সামনে ছিনতাইয়ের এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর বাড়ি রংপুর নগরীর রবাটসনগঞ্জ এলাকায়।
ভুক্তভোগী শামীম হোসেন জানান, বেতপট্টী জলযোগ হোটেলের সামনে দিয়ে হেঁটে জাহাজ কোম্পানির মোড়ের দিকে যাওয়ার পথে হঠাৎ একটি মোটরসাইকেল সামনে থামে এবং হাতে থাকা ব্যাগটি টান দিয়ে নিয়ে যায়। মোটরসাইকেলে দু’জন ছিল। তারা ব্যাগটি নিয়ে স্বর্ণপট্টির সড়ক দিয়ে পালপাড়ার দিকে চলে যায়।
এদিকে একই স্থানে তার রুমমেটের সাড়ে ৩ হাজার টাকাসহ পার্স ব্যাগ ছিনতাই হয় বলে উল্লেখ করেন আয়েশা সিদ্দিকা নামে একজন। শুধু তাই নয় সুপার মার্কেটসহ আশপাশে প্রায় ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানিয়েছেন অনেকে।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, ভুক্তভোগী এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।