× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জে জোরপূর্ব রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

মোস্তাফিজুর রহমান বদরগঞ্জ রংপুর প্রতিনিধি।

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

রংপুরে বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের রাজারামপুর কাশিগঞ্জ গ্রামে বাড়ি যাতায়াতের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বদরগঞ্জ থানায় আব্দুল মান্নান লিখিত অভিযোগ করেন।

সরজমিনে ও অভিযোগ সূত্রে জানা যায়, রাজারামপুর কাশিগঞ্জ গ্রামে আব্দুল মান্নান ও তার পূর্বপুরুষ বাড়ির পাশেই রাস্তা দিয়ে যাতায়াত করে আসছিলেন। গত ২ ফেব্রুয়ারি সকালে সাফি মন্ডল, স্বপন মন্ডল ও তার লোকজন দিয়ে রাস্তাটি দখল করে ঘর নির্মাণ করতে শুরু করেন। ওই সময় আব্দুল মান্নানের প্রতিবন্ধী মেয়ে মোছাঃ মাহামুদা আক্তার প্রতিবাদ করিলে সাফি মন্ডল ও তার লোকজন বিভিন্ন অকথ্য ভাষায় গালি গালাজ করে ও হুমকী দেন এবং বলেন ওই রাস্তা দিয়া বাড়ীতে যাওয়া আসা করিতে দিবে না। পরে কোন উপায় না পেয়ে থানায় লিখিত অভিযোগ করেন আব্দুল মান্নান।

এ বিষয়ে আব্দুল মান্নানের প্রতিবন্ধী মেয়ে মাহমুদা আক্তার বলেন, পরশুদিন সকালে হঠাৎ করে সাথী মন্ডল, স্বপন ও তার লোকজন দাঁড় করিয়ে বাড়ি যাতায়াতের জায়গা দখল করে ঘর নির্মাণ করতে থাকে। আমি বাধা দিতে আসলে আমাকে অকাত্ম ভাষায় গালাগালি করে। এছাড়াও কাজের এখানে এলে মেরে ফেলবে বলে হুমকিও দিয়েছে। আমরা অসহায় আমাদের কেউ নেই। তারা গায়ের জোরে বাড়ি যাতায়াতের জায়গা দখল করে ঘর নির্মাণ করেছে। এতে করে আমাদের বাড়ি যাতায়াতের অনেক সমস্যা হবে। 

এ বিষয়ে আব্দুল মান্নান বলেন, আমাদের সম্পত্তি আমার পূর্বপুরুষ থেকে এই রাস্তা দিয়ে যাতায়াত করে আসছি। পরশুদিন সকালে বাড়ি যাওয়ার রাস্তা বন্ধ করে জোরপূর্বক ঘর নির্মাণ করছে। আমি আমার প্রতিবন্ধী মেয়ে ও ছেলে বাড়িতে থাকি। ছেলে সকাল হলে বাড়ি থেকে বের হয়ে যায়। মেয়ে আর আমি থাকি। আমাদের কেউ না থাকার সুযোগে জোরপূর্বক রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ করছে। আমরা সঠিক বিচার চাই। 

এ বিষয়ে জানতে চাইলে স্বপন মিয়া বলেন, আমাদের জায়গা দিয়ে যাতায়াত করছিল ওরা। আমরা আমিন এনে মেপে আমাদের জায়গায় ঘর নির্মাণ করছি।

এ বিষয়ে এ এস আই মামুন রশিদ (মামুন) বলেন, অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থলে গিয়েছিলাম। আপাতত কাজ বন্ধ রয়েছে। উভয়পক্ষকে থানায় ডাকা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.