বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া ও হারিয়ে যাওয়া মোবাইলের জিডির সূত্র ধরে ১৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে নওগাঁ জেলা পুলিশ। আজ (৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফোনগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার সফিউল সরোয়ার।
নওগাঁ জেলার বিভিন্ন থানায় সেবাগ্রহীতাদের সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে এসব হারানো ফোন উদ্ধার করে পুলিশ। ফোন হস্তান্তর অনুষ্ঠানে সেবাগ্রহীতারা তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা পুলিশ সুপারের এমন উদ্যোগকে সাধুবাদ জানান। একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
এসময় পুলিশ সুপার বলেন, নওগাঁ জেলার বিভিন্ন থানায় প্রতিদিন মোবাইল হারানোর জিডি হয়। জিডি নিয়ে নিয়মিত কাজ করে জেলা পুলিশ এবং ডিবির চৌকস টিম সেই জিডিগুলোর পরিপ্রেক্ষিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে উক্ত মোবাইলগুলো উদ্ধার করে। তিনি আরো বলেন প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে তখন বাংলাদেশ পুলিশও পিছিয়ে নেই। পুলিশের রুটিন ওয়ার্কের মধ্যে জনগণের সেবা ও সন্তুষ্টি রাষ্ট্রীয় দায়িত্ব। সেবাগ্রহীতারা তাদের হারানো ফোন হাতে পেয়ে যেভাবে আত্মতৃপ্তিমূলক বক্তব্য দিয়েছেন তা পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ও উদ্দীপনা বাড়াবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি আব্দুল মান্নান, নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।