× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরের রায়পুরে অসহায় আবুল কাশেমের সম্পত্তি ও বসতঘর জবরদখলের অভিযোগ

মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর প্রতিনিধি।

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

লক্ষ্মীপুরের রায়পুরে অসহায় আবুল কাশেমের বসতঘর ও সম্পত্তি জোর করে দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।আজ মঙ্গলবার দুপুরে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভুক্তভোগী আবুল কাশেম রায়পুর উপজেলার চরকাচিয়া গ্রামের বটতলা এলাকার ছালেহ আহাম্মদ ওরফে সাধু খাঁ এর ছেলে।

অভিযুক্ত একই এলাকার আবদুল লতিফ ব্যাপারীর ছেলে আবুল হাশেম। ভুক্তভোগী আবুল কাশেম বলেন, ২০৪৮ ও ২০৪৯ দুই দাগে ৮৬৩, ১৩২০, ৩২৩ ও ৮৭১১ এ চারটি সাবরেজিষ্ট্রি দলিলমূলে মালিক হয়ে বিক্রেতাদের কাছ থেকে দখল বুঝে নিয়ে বসতঘর নির্মাণসহ ভোগ দখল শুরু করেন তিনি। পরবর্তীতে অভিযুক্ত আবুল হাশেম নানাভাবে চলচাতুরী দিয়ে সম্পত্তি থেকে তাকে উচ্ছেদ করার নানা ফন্দিফিকির শুরু করেন।

এখন নিজের ভিটেমাটি ও বসতঘর থেকেও তাকে বিতাড়িত করেছে আবুল হাশেম। নানা প্রভাব দেখিয়ে তাকে সম্পত্তি ভোগদখলে বাধা সৃষ্টি করছে প্রভাবশালী আবুল হাশেম।

তিনি কান্নাজড়িত কন্ঠে দাবি করেন, কাগজপত্রে মালিকানা থাকা সত্ত্বেও হাশেম জোর করে তার বসতঘর ভেঙ্গে ও জোর করে তার সম্পত্তি দখলের পাঁয়তারা করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.