× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হামলার বিচার দাবীতে রামপালে ছাত্রদল নেতার পরিবারের মানববন্ধন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০০ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

বিচারের দাবীতে রামপালে ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ইব্রাহীমের পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন। তার পিতাসহ পরিবারের সদস্যদের উপর নির্মম নির্যাতনে ও মারপিট করে গুরুতর আহত করার ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আজ (৪ ফেব্রুয়ারি) বেলা ১ টায় তালবুনিয়া সরকারি রাস্তার উপর এ মানববন্ধন করেন।

মানববন্ধনে ছাত্রনেতা শেখ ইব্রাহীম দাবী করেন, গত ইংরেজি ২৮ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৪ টার সময় তারা পরিবারসহ তালবুনিয়া গ্রামে তাদের বাড়ীতে অবস্থান করছিলেন।

এ সময় মৎস্য ঘের বিরোধকে কেন্দ্র করে উপজেলার শ্রীফলতলা গ্রামের জিন্নাত স্থল প্রহরী, রকিব মৃধা, ফারুক হোসেন টিটু, সিরাজ মল্লিক, হান্নান মল্লিক, মিজান শেখ, রমজান শেখ, শরীফুল শেখসহ ৫০/৬০ জন বেআইনীভাবে বাড়ির সমনে এসে হামলা করে। হামলাকারীরা এ সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে শেখ মোজাফফর হোসেন, শোহাগ শেখ, জলিল শেখ ও জালাল শেখ আহত হন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি করা হয়।

রামপাল থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাননি বলে দাবি করেন।
অভিযোগের বিষয়ে মাসুদুর রহমান পিয়াল প্রতিবাদ করে বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। অহেতুক আমাকে জাড়ানো হয়েছে। টিটু মোল্লার কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা কারো উপর হামলা করিনি। বরং উল্টো তারা আমাদের মারপিট করে আহত করেন।

এ বিষয়ে রামপাল থানার ওসি মো. সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.