× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফকিরহাটে পুকুর থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট প্রতিনিধি।

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাগেরহাটের ফকিরহাটে পুকুর থেকে সুমাইয়া সারমিন (৩১) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (৪ ফেব্রুয়ারি) সকালে দিকে উপজেলার জয়পুর গ্রামের সাবেক ইউপি সদস্য সলেমান শেখের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুমাইয়া সারমিন নড়াইল জেলা সদরের আলাদাদপুর এলাকার মৃত করিম মোল্লার মেয়ে। তার ১০ বছরে একটি ছেলে সন্তান রয়েছে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর বলেন, সাবেক ইউপি সদস্য সলেমান শেখের পারিবারের লোকজন থানা-বাসন ধোয়ার জন্য পুকুরে যান। এ সময় পুকুরে দুটি পা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। পরে খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করেন। এ সময় মরদেহের গলায় কালো রশি দিয়ে ফাঁস দেওয়া ও শরীরে ইট বাঁধা ছিল।

নিহতের পরনে জামা-পাজামা, লাল ওড়না ও বোরখা পরিহিত ছিল। পায়ে মোজা ও কাঁধে একটি সাইড ব্যাগ ছিল। ব্যাগে পাওয়া একটি চিরকুটের সূত্রধরে তাঁর পরিচয় পাওয়া যায়। তিনি আরও বলেন, মরদেহের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।তবে কী কারণে কারা তাকে হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা চলছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.