ময়মনসিংহের ভালুকায় এক পোশাক কর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণকারীদের হামলায় ওই পোশাক কর্মী গুরুতর আহত হয়েছে।
উপজেলা মল্লিকবাড়ি ইউনিয়নের আখালিয়া গ্রামের আবদুর রহিম পাঠানের ছেলে শামীম (২০), ওই গ্রামের আইনাজুলের ছেলে সাব্বির (২০) ও তাইজুলের ছেলে শরিফকে (২২) আসামী করে নির্যাতিতার বাবা বাদি হয়ে মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারী) অভিযোগটি করেন।
অভিযোগ ও থানা সূত্রে জানা যায়, উপজেলার আখালিয়া গ্রামের এক পোশাককর্মী গত শনিবার (০১ ফেব্রুয়ারী) ঘটনারদিন রাত সাড়ে ৭টার দিকে পাশের বাড়ি থেকে টিভি দেখে বাড়ি ফিরছিলেন। ওই সময় পথে উঁৎ পেতে থাকা শামীম, সাব্বির ও শরীফ ওই পোশাক কর্মীকে মুখ বেঁধে পাশের রশিদের নির্জন ভিটায় তুলে নিয়ে যায় এবং অপর দুই জনের সহায়তায় শামীম তাকে ধর্ষণ করে। পরে টের পেয়ে ওই পোশাককর্মীর বাবা, ভাই ও বোন ঘটনাস্থলে গেলে আসামীরা তাদেরওকে মারধর করে পালিয়ে যায়। পরে, নির্যাতিতা বাবা ও বোন ওই পোশাককর্মীকে সজ্ঞাহীন উদ্ধার অবস্থায় করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
নির্যাতিতার ভাই অটোচালক বলেন, ঘটনার রাতে বোনকে বাড়িতে না পেয়ে আমরা তাকে খোঁজতে থাকি। পরে, তার চিৎকারের শব্দ শোনে আমার বাবাসহ অপর এক বোন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামছুল হুদা খান জানান, ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আসামী গ্রেফতারের অভিযান চলছে।