× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফারুকের সন্ধানের দাবিতে ইউনিয়নবাসির মানববন্ধন

মাহমুদুর রহমান মনজু, লক্ষীপুর প্রতিনিধি।

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৭ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

নোয়াখালী সড়কের দুই পাশে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা গুম হওয়া ওমর ফারুকের সন্ধান চাই। তাকে জীবিত ফেরত চাই। ওমর ফারুককে যদি হত্যা করে থাকে তাহলে আমরা লাশ ফেরত চাই।

ওমর ফারুকের সন্তান ইমন ওমর তার বাবার বিচারের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করবেন বলে জানান।

জানা গেছে, ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুককে  তার চট্টগ্রাম পতেঙ্গার আত্মীয়র  বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের।  সেই থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তার সন্ধানের দাবিতে আজ ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও বিএনপির নেতকর্মীরা অংশ নেন। 

মানববন্ধনে চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু,হাজিরপাড়া ইউনিয়ন বিএনপি 'র আহবায়ক আবদুল হাই, থানা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, গুম হওয়া ওমর ফারুকের স্ত্রী পারভিন আক্তার, সন্তান ইমন ওমর, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনির আহমেদ, শ্রমিক দলের আহবায়ক আহসান উল্যাহসহ  বিভিন্ন পেশা শ্রেণির মানুষ বক্তব্য দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.