× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরাইলে পূর্ব বিরোধের জেরে সংষর্ষে উভয় পক্ষের দুইজন নিহত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিরিধি।

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে মঙ্গলবার সকালে জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে উভয় পক্ষের সংর্ঘষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৫ জন। 

নিহতরা হলেন বিশুতারা গ্রামের মৃত ওমর আলীর ছেলে আজাদ মিয়া (৫৫) ও একই গ্রামের মিছির আলীর ছেলে আমানত মিয়া (৬০)। নিহতের পরিবার ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সরাইলের বিশুতারা গ্রামের একটি ভিটিবাড়ি নিয়ে চাচা আজাদ মিয়ার সাথে তার ভাতিজা ইনসান মিয়ার বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে আজাদ মিয়া তার দোকান খোলার সময় ইনসান মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আজাদ মিয়াকে মাথা এবং হাতে কুপিয়ে হত্যা করে। এরই প্রতিশোধ নিতে আজাদ মিয়ার পক্ষের লোকজন ইনসান মিয়ার পক্ষের আমানত মিয়ার উপর বল্লম দিয়ে আঘাত করলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার সদর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করে।

সরাইল থানার অফিসসার ইনচার্জ মোঃ রফিকুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। আটকরা হল একই গ্রামের ওসমান আলীর ছেলে  আরমান ও ইমরান, সাজাহান মিয়ার ছেলে সাইফুল, আবুল কাশেমের ছেলে তাবারক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.