মৌলভীবাজারের বড়লেখায় বসত বাড়ির গাছ কেটে বিক্রি, স-মিলে (করাত কল) নিয়ে চেরাই এবং পরিবহনে বাধা প্রদান, গাড়ি জব্দ করা এবং আটক করে হয়রানির প্রতিবাদে বিজিবির বিরুদ্ধে মানববন্ধন হয়েছে।
আজ (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের দক্ষিণভাগ বাজারে এ মানববন্ধন হয়।
স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক সদস্য আজিম উদ্দীন, দক্ষিণভাগ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আং হক, দক্ষিণভাগ বাজার ব্যবসায়ী সমিতির সদস্য ফজিল আহমদ মুন্না, প্রবাসী কমিউনিটি নেতা এমরান আহমদ, ব্যবসায়ী আং গনি, ব্যবসায়ী সাহাব উদ্দিন চান্দই প্রমুখ। মানববন্ধনে প্রায় ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করেছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার দরিদ্র মানুষ তাদের ব্যক্তিগত প্রয়োজনে বাড়ির গাছ কেটে বিক্রি করতে পারছে না। গাছ কাটলে স-মিলে চেরাই করা যায়না। রাস্তায় পরিবহন করতে গেলে বিজিবি আটক করে নিয়ে যায়। মামলা দিয়ে হয়রানি করে।