× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুক্তি পেয়েছে রেজাউল করিম জীবনের লেখা গানের মিউজিক ভিডিও

কামরুল হাসান টিটু রংপুর ব‌্যু‌রো

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

কেন এমন করে চলে গেল ‘ শিরোনামে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে ছড়াকার, গীতিকার ও সাংবাদিক রেজাউল করিম জীবনের লেখা গান নিয়ে মিউজিক ভিডিও। মঙ্গলবার সন্ধ্যায় এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ মিউজিক ভিডিওটি রংপুর মিউজিকের ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে সকলের জন্য উম্মুক্ত করা হয়। আধুনিক গানটি সবার মনে জায়গা করে নিবে এমন প্রত্যাশা সবার। রংপুর মিউজিকের গানটিতে একটি শাশ্বত প্রেমের চিত্র ফুটে উঠেছে। 

গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন এই সময়ের জনপ্রিয় সুরকার ও কণ্ঠশিল্পী শাহীল ফারহান লিয়ন। মডেল হিসেবে আছে সাংবাদিক সাইফুল ইসলাম হৃদয়, উপস্থাপিকা শাহারিয়া সিদ্দিকী ও তানবিরুজ্জামান তানভির। চিত্রায়নে আতাউর আতিক ও সহযোগিতায় সাংবাদিক আশিকুর রহমান ডিফেন্স। মিউজিক কম্প্রোজার রুহিদাস, আরএমবি স্টুডিও। গানটি উসর্গ করা হয়েছে মর্জিনা বেগম, জাওয়াদ করিম মাহির ও জোবায়ের করিম মুঈজকে। গানটির মিউজিক ভিডিওর দৃশ্য ধারণ করা হয়েছে উত্তরজনপদের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কারমাইকেল কলেজ পুকুরপাড়সহ কলেজ প্রাঙ্গন। 

গানের গীতিকার রেজাউল করিম জীবন বলেন, গানটি আশা করছি দর্শকদের ভালো লাগবে। মিউজিক ভিডিওটি "পুরো টিমের অক্লান্ত পরিশ্রমের ফল”। সবাই মিউজিক ভিডিওটি দেখবেন। সেই সাথে মিউজিক ভিডিও সম্পর্কে আপনাদের মুল্যবান মতামতের অপেক্ষায় রইলাম।"

গানটির সুরকার কন্ঠশিল্পী শাহীল ফারহান লিয়ন বলেন, এটি একটি আধুনিক ও হৃদয়গ্রাহী গান। গানের কথাগুলো হৃদয় ছুয়েঁ যাবে আশা করছি। মিউজিক ভিডিওটি দর্শকদের মন জয় করবে এমন প্রত্যাশাও করছি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ গীতিকার আব্দুল গফুর সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ মফিজুল ইসলাম মান্টু, ছড়াকার, গীতিকার হাই হাফিজ, গীতিকার মনজিল মুরাদ লাভলু, কবি ও গল্পকার এটিএম মোর্শেদ, গীতিকার মতিয়ার রহমান, গীতিকবি সংসদ রংপুরের সভাপতি এস এম খলিল বাবু, সিটি প্রেসক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, অভিযাত্রিক সভাপতি তৈয়বুর রহমান বাবু, স্বপন কুমার পাল, রুপু মজুমদার, কণ্ঠশিল্পী রওশন আরা সোহেলী, ছড়াকার ও গীতিকার মৌসুমি শঙ্কর ঋতা, ভেনাস এন্ড রিয়াজ ক্যাডেট কোচিং এর পরিচালক কবি আদিল ফকির, রিয়াজ ও সোহেলসহ অন্যান্য সাহিত্যিকবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.