× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উদ্‌যাপিত

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে রংপুরে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ উদ্‌যাপিত হয়েছে। বুধবার (৫ই ফেব্রুয়ারি) সকালে দিবসটি উপলক্ষ্যে রংপুর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মোঃ আবেদ হোসেন। জেলা প্রশাসন ও বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার এই অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, গ্রন্থাগার হলো একটি জাতির বুদ্ধিবৃত্তিক বিকাশের অন্যতম প্রধান কেন্দ্র। একটি জাতির মেধা, মনন, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও লালনকারী হিসাবে গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বসাধারণের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গ্রন্থাগারের সুদূরপ্রসারী অবদান রয়েছে। এজন্য গ্রন্থাগারকে বলা হয় ‘জনগণের বিশ্ববিদ্যালয়’। আমরা যদি একটি সমৃদ্ধ সমাজ গড়তে চাই, তবে অবশ্যই গ্রন্থাগারের গুরুত্বকে আরও বাড়িয়ে তুলতে হবে। 

রংপুরের গ্রন্থাগার প্রসঙ্গে রবিউল ফয়সাল বলেন, এই বিভাগের গণগ্রন্থাগারটি আগের চেয়ে এখন অনেক সমৃদ্ধ। বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে ডিজিটাল গ্রন্থাগার জ্ঞানের জগৎকে আরও প্রসারিত করেছে। এই গণগ্রন্থাগারকে ই-বুক ওপেন এবং ওয়াইফাই জোনের আওতায় নিয়ে আসা হয়েছে। তিনি শিক্ষার্থীদের সিলেবাসের বাইরেও জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করতে আনন্দের সহিত বই পড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের পুলিশ সুপার আবু সাইম। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষ্যে শিক্ষার্থীদের বইপাঠ, চিত্রাংকন, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় ৩০ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.