× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোটালীপাড়ায় কবরস্থান থেকে একাধিক কঙ্কাল চুরি, আটক -২

গোপালগঞ্জ প্রতিনিধি।

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আমতলী ইউনিয়নের পশ্চিম চিত্রাপাড়া কবরস্থান থেকে তিনটি কঙ্কাল চুরি করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহজনক ভাবে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় ওই উপজেলা সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সরজমিনে জানা যায়, ঘটনার রাতে ৬টি করব খুড়লেও দুর্বৃত্তরা গত পাঁচমাস পূর্বে দাফন করা আমতলী গ্রামের চাঁদমিয়া, নয় মাস আগের সাবেক ইউপি সদস্য একই গ্রামের লিয়াকত হোসেন এবং তিন বৎসর পূর্বে কবর দেওয়া চিত্রাপাড়া গ্রামের বায়জিদ হোসেনের কঙ্কাল চুরি করে নিয়ে যায়। কঙ্কাল চুরির খবর ছড়িয়ে পড়লে সূর্যোদয়ের সাথে দাফন সম্পন্ন হওয়া ব্যক্তিদের স্বজনেরা সহ কবরস্থানে ভীড় জমাতে থাকে শতশত উৎসুক জনতা।

মরহুম লিয়াকত হোসেনের কন্যা মাফুজা বেগম ও সালমা বেগম সাংবাদিকদের বলেন - সকালে চাচার কাছে খবর পেয়ে কবরস্থানে এসে দেখি বাবার কবরের পাশে কাফনের কাপড়, শরীরের মাংস, দাড়ি, চামড়া পড়ে আছে কাঙ্কালটি নিয়ে গেছে। হাওয়া বেগম জানান- লোক মুখে খবর পেয়ে এসে দেখি বাবার কবর খোড়া, কঙ্কাল নিয়ে গেছে, প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে বিচার চাই।

ইউপি সদস্য মোস্তফা শেখ, শুকুর আলী, লোকমান খান, আয়নাল হোসেন তাঁজ সহ একাধিক এলাকাবাসী জানান- এ ধরনের ন্যাক্কারজনক কাজ যারা করেছে অতি দ্রুত আইনের আওতায় এনে তাদের কঠিন বিচার এবং পুলিশী তৎপরতা বৃদ্ধির দাবি জানাই প্রশাসনের কাছে। 

এ ব্যাপারে কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক আবুল মনসুর মুন্সি মঞ্জু বলেন- সকালে খবর পেয়ে কবরস্থানে গিয়ে দেখি ছয়টি কবর আংশিক খোড়া, তিনটির কঙ্কাল নিয়ে গেছে, আমরা এহেন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান - থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে, সন্দেহ জনক ভাবে দু'জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকার জনতা। এ ঘটনায় বাবুল মিয়া বাদী হয়ে তিনজনকে বিবাদী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.