× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত

সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি।

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৫ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

সিলেটের গোয়াইনঘাট  উপজেলার নন্দিরগাও  ইউনিয়নের প্রত্যাশা কিন্ডারগার্টেনের বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ (৫ ফেব্রুয়ারী ২০২৫) ডিএন হাইস্কুলে ও কলেজের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা। প্রত্যাশা কিন্ডারগার্টেনের সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশার সভাপতিত্বে ও প্রত্যাশা কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক হাফিজ মাওলানা গোলজার আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  ডিএন হাইস্কুল ও কলেজর সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব ওসমান গনি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, ৭ নং নন্দিরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন,  গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রত্যাশা কিন্ডারগার্টেনের সহ-সভাপতি আপ্তাব আলী মেম্বার, আপ্তাব আলী, কোষাধ্যক্ষ শফিকুর রহমান, হারুন আহমদ, আলী হায়দার চৌধুরী, বিলাল উদ্দিন, এলাকার বিশিষ্ট মুরব্বি মনোহর আলী, তৈয়মুছ আলী, আনা মিয়া, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন মুনায়েম, অভিভাবক সদস্য হাফিজ জয়নাল আবেদীন, জুবিনা বেগম, বিশিষ্ট মুরব্বি তাহির আলী,শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রত্যাশা কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আহসানুল হক প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ এবং ডিসপ্লেতে উপভোগ করেন প্রধান অতিথি ও শিক্ষক,আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শক।এই ক্রীড়া প্রতিযোগিতায় খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। যেমন খুশি তেমন সাজো এবং আমন্ত্রিত মহিলাদের জন্য ‘বালিশ খেলা’ অনুষ্ঠানটি হয়েছিল বিশেষ উপভোগ্য।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।শিক্ষার্থীরা বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ- উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। স্কুলে গৌরবজনক ইতিহাসে নতুনমাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছে।স্কুলে বিশাল মাঠ সাজানো হয়েছিল সুন্দরভাবে।খেলাধুলার পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দে ভিন্নমাত্রা যোগ করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.