× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁদপুরে ৪ ইটভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা

মো: তুহিন ফয়েজ,মতলব (চাঁদপুর) প্রতিনিধি।

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৮ পিএম । আপডেটঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

চাঁদপুরের হাজীগঞ্জে ৪টি ইটভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে মেসার্স সেলিম ব্রিকসকে ৪ লাখ টাকা, মেসার্স অনি ব্রিকসকে ৪ লাখ টাকা, মেসার্স রনি ব্রিকসকে ৫ লাখ টাকা, ও মেসার্স মার্ক ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) আমজাদ হোসেন।

আজ (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান।

তিনি জানান, মঙ্গলবার জেলা প্রশাসন চাঁদপুর ও পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর যৌথভাবে অবৈধ ইটভাটা সমূহের উপর ভ্রম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ইট ভাটা সমূহে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত) ২০১৯, এর ৫ (১) ও ৫ (২) লঙ্ঘন করায় হাজিগঞ্জের ৪টি ইট ভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়। 

অভিযানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ফোর্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগণ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.