× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেরপুরের ৩টি আসনে জামায়াত ইসলামীর প্রার্থী ঘোষণা

জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধি ।

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেরপুরের ৩টি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) প্রার্থী ঘোষণা করা হয়েছে। তৃণমূলের মতামতের ভিত্তিতে এই প্রার্থী বাছাই সম্পন্ন করা করা হয়েছে বলে ৫ ফেব্রুয়ারি বুধবার সকালে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া (ভিপি)।

ঘোষিত প্রার্থীরা হলেন শেরপুর-১ (সদর) আসনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মু. গোলাম কিবরিয়া ভিপি এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব মো. নুরুজ্জামান বাদল।

এ বিষয়ে গতকাল ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে শেরপুর জেলা জামায়াতের প্রধান কার্যালয়ে শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আলহাজ্ব মো. নুরুজ্জামান বাদলের সঞ্চালনায় নিয়মিত কর্মপরিষদ বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সংসদীয় তিনটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। একইসাথে কেন্দ্রের নির্দেশনার আলোকে নির্বাচনী কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

এদিকে প্রার্থীদের নাম ঘোষণার পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ এলাকায় ছড়িয়ে পড়ে। জামায়াতের প্রার্থীদের নাম আগে ঘোষণা করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ প্রার্থীদের নিয়ে পোস্ট দিচ্ছেন তাদের সমর্থকরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.