কিশোরগঞ্জের ভৈরবে জার্মানী প্রবাসীর নৌকায় ডাকাতির অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ।আজ বুধবার সকালে নৌপুলিশের একটি বিশেষ টিম বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আন্তঃডাকাত দলের তিন সদস্যরা হলেন, ডাকাত সর্দার নরসিংদী জেলার রায়পুরা থানার মাঝেরচর বাজার এলাকার মৃত সাদেক মিয়ার ছেলে মোঃ বাচ্চু মিয়া (৪৩), ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার চরচারতলা মরমপাড়ার জিল্লু মিয়ার ছেলে মোঃ লোকমান ওরফে পিচ্চি লোকমান (২৮),পঞ্চগড় জেলার সদর থানার ভান্ডারু এলাকার মৃত মন্নাফ মিয়ার ছেলে মোঃ জুলহাস ইসলাম ওরফে বিল্লাল মিয়া (৩৮)।
নৌপুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর কিশোরগঞ্জের ভৈরব থানার জগন্নাথপুর এলাকার মৃত শাফিল উদ্দিনের ছেলে জার্মানী প্রবাসী মোঃ কাজল মিয়া তার পরিবারের সদস্যদের নিয়ে মেঘনা নদীতে নৌকায় ভৈরব কাঠপট্টি হইতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার লালপুর বাজার এলাকায় তার শ্বশুরবাড়ি বেড়াতে যায়।
সেখান থেকে বিকালের দিকে লালপুর ঘাট হতে ভৈরবে ফেরার পথে আশুগঞ্জের লালপুর চর কাঠবাগানের পশ্চিমপাশে মেঘনা নদীতে অজ্ঞাতনামা ৮/৯ জনের একটি ডাকাতদল তাদের নৌকা থামিয়ে যাত্রীবাহী নৌকায় উঠে কাজল মিয়াসহ তার পরিবারের লোকজনকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নিকট হইতে ০২ টি আইফোনসহ মোট ০৩টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ১৪ (চৌদ্দ) ভরি স্বর্ণালংকার ও নগদ ছয় হাজার সাতশত টাকা সহ সর্বমোট ২১ লাখ ৫১ হাজার ৭ শত টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার জার্মানী প্রবাসী কাজল মিয়া বাদী হয়ে নৌপুলিশ থানায় একটি মামলা দায়ের করেন।
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ একটি দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আ্ন্তঃ জেলা ডাকাত চক্রের সর্দারসহ ৩ সদস্যকে গ্রেপ্তার করে। এর আগে নৌ ডাকাতির ঘটনায় গত ৯ জানুয়ারি ডাকাতির ঘটনায় জড়িত আসামী নরসিংদীর রায়পুরা থানার মাঝেরচর এলাকার ডাকাত সাদ্দাম (২৯) তার সহযোগী ডাকাত শিমল মিয়া (৩৪)কে গ্রেফতারপূর্বক আদালতে সোপর্দ করা হয়। উক্ত আসামীদ্বয় নিজেকে ও অন্যান্য আসামীদের জড়িয়ে বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।
তাদের জবানবন্দির প্রেক্ষিতে পরবর্তীতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ভৈরব নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, মেঘনা নদীতে একটি নৌকায় চড়ে প্রবাসীর পরিবার নিয়ে তার শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে একদল নৌ ডাকাত হামলা চালিয়ে তাদের স্বর্ণাংলকার, মুঠোফোন, নগদ টাকা লুট করে নিয়ে যায়। এই ঘটনার অভিযোগ পাওয়ার পর আমরা অভিযান চালিয়ে আন্তঃ ডাকাত দলের পুরো দলকে ধরতে সক্ষম হয়েছি। তারা দীর্ঘদিন যাবৎ নদীপথে নৌকাযোগে ডাকাতি করে আসছে।
তাদের নামে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল, আশুগঞ্জ, নরসিংদী জেলার রায়পুরা থানায় খুন, ডাকাতি, চুরির একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ডাকাতদের যথাযথভাবে আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতের মাধমে সোপর্দ করা হবে বলে তিনি জানান।