× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিজিবি'র অভিযানে ৬২ লাখ টাকার কোকেন ও হেরোইন উদ্ধার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি।

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০২ পিএম

ছবিঃ সংগৃহীত।

নীলফামারী সদরে বিসমিল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৬২ লাখ টাকার কোকেন ও হিরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি) নীলফামারী।

আজ (৫ফেব্রুয়ারি) বিকাল ৪টায় দারোয়ানী টেক্সটাইল ৫৬ বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ। 

মেজর রিয়াদ মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১২টায় ৫৬ বিজিবির এডি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে বিশেষ চেকপোষ্ট বসানো হয়। এসময় সৈয়দপুরগামী বিসমিল্লাহ পরিবহন যাত্রীবাহী একটি বাস থামিয়ে তল্লাসি চালালে বাসের ভিতরে বাঙ্কারে থাকা মালিকবিহীন একটি ব্যাগ থেকে হেরোইন- ০.৯৭০ কেজি এবং কোকেন- ০.৮৬০ কেজি উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক ৬২ লাখ ৪০ হাজার টাকা। তবে এঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।

৫৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ আরো বলেন, উদ্ধার করা কোকেন ও হেরোইন নীলফামারী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এসম্পর্কিত পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.