পিরোজপুরে জেলা ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে ।আজ বুধবার সকালে শহরের গোপালকৃষ্ণ টাউনক্লাব মিলনায়তনে জেলার ব্যবসায়ী সমিতির সকল অঙ্গসংগঠনের ব্যবসায়ী নেতৃবৃন্দের সমন্বয়ে জেলা ব্যবসায়ী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে প্রধান উপদেষ্ঠা করে মো: হারুন শেখ কে সভাপতি ও আহসানুল কবির কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দেয়া হয় মাহাতাব উদ্দিন শেখ রিপনকে।
আগামী সাত দিনের মধ্যে পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করবে এই কমিটি ।জেলা ব্যবসায়ী সমিতির কমিটি ঘোষণার পরে নব নির্বাচিত প্রধান উপদেষ্টা সভাপতি ও সাধারণ সম্পাদকে ফুলেল শুভেচ্ছা জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ।