× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাতকানিয়ায় ছাত্রলীগ নেতা মাহফুজ গ্রেপ্তার

জোবাইর বিন জিহাদী,সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি ।

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২০ পিএম

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রামের সাতকানিয়ায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মাহফুজুর রহমান সজল (৩০)। সে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ঢেমশা ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের মাইজপাড়ার বাসিন্দা আহমদ কবিরের ছেলে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ঢেমশা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহারে জানা যায়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে ছাত্রদের নেতৃত্বে সর্বস্তরের জনসাধারণ সাতকানিয়ার কেরানীহাটে শান্তিপূর্ণ ভাবে অবস্থান কর্মসূচী পালন করছিল। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মী ও সন্ত্রাসীরা অস্ত্র, লাঠিসোটা, হকিস্টিক ও ধারালো অস্ত্র নিয়ে এসে শান্তিপূর্ণভাবে অবস্থানকারীদের উপর হামলা চালায়। শুরুতে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করার পর লোকজনকে লাঠিসোঁটা, হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে আহত করে।

পরবর্তীতে হামলাকারীরা গুলি ছুঁড়ে। এছাড়াও তারা দোকান ভাংচুর ও সিএনজি অটোরিকশায় অগ্নিসংযোগ করে। এ সময় আওয়ামী লীগের কয়েকজন নেতার নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র, লোহার রড ও বাঁশ নিয়ে মিছিলে হামলা চালান। এ ঘটনায় গত ২৮ আগস্ট কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়ার গুরা মিয়ার বাড়ির মৃত ছিদ্দিকুর রহমানের পুত্র মোঃ তসলিম বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা করেন। এতে জড়িত অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মাহফুজকে গ্রেপ্তার করা হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, গ্রেপ্তার মাহফুজের বিরুদ্ধে গত বছর ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে ছাত্রদের নেতৃত্বে সর্বস্তরের জনসাধারণ সাতকানিয়ার কেরানীহাটে শান্তিপূর্ণ ভাবে অবস্থান কর্মসূচী পালনকালে গুলিবর্ষণ ও ককটেল হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এ–সংক্রান্ত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.