× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ময়মনসিংহে বিএনপিপন্থি ১১ আইনজীবীকে মামলা থেকে অব্যাহতি

এম এ কালাম, ময়মনসিংহ ব্যুরো

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৩ পিএম । আপডেটঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

ময়মনসিংহে বিএনপিপন্থি ১১ আইনজীবীকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক রুনা নাহিদা আক্তার এ আদেশ দেন।

মামলা থেকে অব্যাহতি পাওয়া আইনজীবীরা হলেন- জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরুল হক, রেজাউল করিম চৌধুরী, মাহবুবর রশীদ তামান্না, আবুল কালাম আজাদ, শামসুন্নাহার, জহিরুল ইসলাম নিজুম, আরিফুল ইসলাম সোহাগ, রাইসুর ইসলাম, আহসান উল্লাহ আনার, উসমান গনি মল্লিক মাখন ও তোফাজ্জল হোসেন।


ময়মনসিংহ আদালতের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা মোস্তাছিনুর রহমান বলেন, দীর্ঘ তদন্তে ঘটনার সত্যতা না পাওয়ায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে বুধবার আদালত ওই আইনজীবীদের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।


জানতে চাইলে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল হক বলেন, একটি রাজনৈতিক স্লোগানকে কেন্দ্র করে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছিল। এই মিথ্যা মামলায় আমাদের দুই সহযোদ্ধা দুই মাসের অধিক কারাভোগ করেছেন। আজকে ন্যায়বিচার পেয়েছি।


এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে বিএনপিপন্থি ওই ১১ আইনজীবীর বিরুদ্ধে মামলা করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ময়মনসিংহের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম মোহাম্মদ আজাদ। শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানহানিকর বক্তব্যের অভিযোগ এনে মামলাটি করা হয়েছিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.