নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রামপুর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডে মৃত নুরুল আবসার সেন্টুর ছেলে মোহাম্মদ নুরুল গনি (৪৩) নামে এক ইয়াবা ও গুলিসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ (৫ ডিসেম্বর) সকালে উপজেলার রামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আজিজ মহুরী বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গণমাধ্যমকে জানা যায়, এসময় তার কাছ থেকে ৭১০ পিস ইয়াবা, ২ রাউন্ড গুলি, মাদক বিক্রয়লব্দ নগদ ৩৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।মাদক কারবারি গনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে।
এছাড়াও তার বিরুদ্ধ মাদকদ্রব্য ও বিস্ফোরক আইনে মামলা আদালতে বিচারাধীন আছে। গ্রেপ্তাকৃত মো. নুরুল গনি স্থানীয় স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে জড়িত এবং এলাকায় মাদক ব্যবসায় আধিপত্য ও ত্রাস সৃষ্টির জন্য মাদকের পাশাপাশি অস্ত্র নিয়ে ঘুরাফেরা করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও অস্ত্র আইনে কোম্পানীগঞ্জ থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হলে আদালত জামিন নামঞ্জুর করে আসামীকে কারাগারে প্রেরণ করেন।