× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জামিনে মুক্তি পেয়ে আবারো সক্রিয় মিরপুরের সঙ্গবদ্ধ চোর চক্রের সদস্যরা

আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে সাংবাদিক সম্মেলন

রাকিব আলী, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুষ্টিয়ার মিরপুরের নওয়াপাড়া গ্রাম সহ অন্যান্য এলাকায় সঙ্গবদ্ধ চোরচক্রের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও আইনগত ব্যবস্থা নেয়ার দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে এলাকাবাসী । আজ (৫ ফেব্রুয়ারী ২০২৫) বিকেলে মিরপুর পৌর ভবনের সামনে নওয়াপাড়া গ্রামেবাসীর উদ্যোগে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সাংবাদিক সম্মেলনে গ্রামবাসীর পক্ষে সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় ব্যক্তিত্ব নাসিরুজ্জামান রানা।

লিখিত বক্তব্যে নাসিরুজ্জামান রানা অভিযোগ করে বলেন গত-( ৬ই আগষ্ট ২০২৪)ইং তারিখে মিরপুর উপজেলার মিরপুর পৌরসভাধীন নওপাড়া গ্রামের ওহিদ মন্ডলের বাড়ী থেকে ১টি গরু চুরি হয়ে যায়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। এঘটনার পর একই গ্রাম থেকে (৩০/১০/২০২৪)ইং তারিখে জাহিদের ২ লক্ষ টাকা দামের একটি বাজাজ পালসার মোটরসাইকেল চুরি হয়ে যায়। 

এছাড়াও চলতি বছরের ২১ জানুয়ারী আমার (নাসিরুজ্জামান রানা) বাড়ী থেকে ভোর রাতে ৩টি গরু চুরি হয়ে যায়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫লক্ষ টাকা। আমাদের নওপাড়া গ্রাম থেকে ২ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের মিন্টুর একটি অটো রিক্সা চুরি হয়ে যায়। এঘটনার পর থেকে আমরা গ্রামবাসী রাতদিন চোর চক্রদের হাতে নাতে ধরার জন্য সজাগ অবস্থানে থাকি। 

এরই ধারাবাহিকতায় গত (৩১ জানুয়ারী ২০২৫)ইং আনুমানিক রাত ১.৩০ ঘটিকার সময় নওপাড়া গ্রামের সাইফুলের বাড়ী থেকে গরু চুরি করার সময় বাড়ীর মালিক সাইফুল ও তার পরিবারের সদস্যরা হাতে নাতে অনিক নামের চোর চক্রদের একজন সদস্যকে ধরে ফেলে। সে সময় আরো ৩-৪জন চোর পালিয়ে যায়। 

চোর ধরার পর পরই আশে পাশের প্রতিবেশীসহ প্রায় শত শত মানুষ জড়ো হয় চোর আটকের ঘটনা শুনে। আমার ফুফাত ভাই শিল্প মোবাইল ফোনে সংবাদ দিলে আমি, আমার চাচাত ভাই নাসিম ও ভাতিজা মিলন ঘটনাস্থলে হাজির হই ।পরবর্তীতে শত শত মানুষের উপস্থিতিতে চোর অনিকের স্বীকারোক্তি মোতাবেক একই গ্রামের রবিউল ইসলাম ও জসিমের নাম সহ আরো কয়েক জনের নাম বলে দেয় ঐ চোর। 

এরপর স্থানীয় থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে চোরদের আটক করে থানায় নিয়ে যায় এবং সংশ্লিষ্ট অপরাধে মামলা দিয়ে জেল হাজতে পাঠায়। জেল থেকে চোর চক্রের সদস্যরা জামিন এসে আবারও চুরির মত অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। 

এবং তারা তাদের অপকর্ম ঢাকার জন্য আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বর্তমানে এলাকাতে তাদের মাধ্যমে আবারও বড় ধরনের চুরির মত ঘটনা ঘটতে পারে বলে আমরা আশংকা করছি।

এব্যাপারে আমি বা আমাদের গ্রামবাসী স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বলতে চাই অপরাধীদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে  আইনগত ব্যবস্থা নিয়ে এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সাংবাদিক ভাইয়েদের মাধ্যমে প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.