বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে রামপাল উপজেলা ছাত্রদল ও রামপাল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেছে। আজ (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে হাজির হয়ে এসব স্মারকলিপি প্রদান করেন।
ছাত্রদল নেতৃবৃন্দ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিচারের দাবি করে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভুমি), রামপাল সরকারি ডিগ্রী কলেজের অধ্যাক্ষ ও রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, মইন উদ্দিন, ইমরান হালদার তুহিন, রুহুল আমিন সুমন, পল্লব হোসাইন রাজু, হামিম রায়হান অপু, আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের শেখ রফিকুল ইসলাম, ইকরামুল সরদার প্রমুখ।