ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম ফলক ভাঙার সময় মই থেকে উপর থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন এক শিক্ষার্থী। গতকাল বুধবার রাত সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম শাহজালাল আহমেদ জনি। তার ডান ভেঙে গেছে বলে জানা যায়। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের উত্তেজিত শিক্ষার্থীরা প্রথমে ওই বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের নামে থাকা হলের নামফলক ভাঙেন। পরে ফজিলাতুন্নেসা হলের নামফলক ভাঙতে যান শিক্ষার্থীরা। ফজিলাতুন্নেসা হলে নামফলক ভাঙার সময় মই দিয়ে উপরে ওঠার সময় জনি উপর থেকে নিচে পড়ে যান। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় শিক্ষার্থীরা।
জাতীয় কবি কাজী নজরুক ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুব রহমান বলেন, আহত শিক্ষার্থীর ডান হাত ভেঙ্গে গেছে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।