× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরে আওয়ামী লীগের দলীয় কার্যালয় গুঁড়িয়ে দিল বৈষম্য বিরোধী ছাত্ররা

নাটোর প্রতিনিধি।

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

নাটোরে আওয়ামী লীগের দলীয় কার্যালয় গুঁড়িয়ে দিল বৈষম্য বিরোধী ছাত্ররা।

আজ ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে শহরের কান্দিভিটা এলাকার জেলা আওয়ামী লীগের অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় ছাত্ররা। তারা জানায় গতকাল ধানমন্ডি ৩২নম্বরে ভবন ভাঙ্গার পর থেকেই সারাদেশে আওয়ামীলীগ ও এর দোসরা যাতে কোনো খানে দাঁড়াতে না পারে তার জন্যই তাদের সবস্থাপনা ভেঙ্গে দেওয়া হবে। এরপর এই ভবনের জায়গাতে শিশু পার্ক করা হবে বলে ঘোষণা দেন তারা।

এর আগে গতকাল রাত বারোটার দিকে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে আবারো আগুন দিয়ে ডিজে নাচ করেন তারা।

৬ আগস্টে আওয়ামী লীগের এই জেলা কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সাথে থাকা দৈনিক উত্তরবঙ্গ পত্রিকার অফিস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মালেক শেখের 'ল' চেম্বারও পুড়িয়ে দেন বৈষম্যবিরোধী ছাত্র জনতা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.