নাটোরে আওয়ামী লীগের দলীয় কার্যালয় গুঁড়িয়ে দিল বৈষম্য বিরোধী ছাত্ররা।
আজ ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে শহরের কান্দিভিটা এলাকার জেলা আওয়ামী লীগের অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় ছাত্ররা। তারা জানায় গতকাল ধানমন্ডি ৩২নম্বরে ভবন ভাঙ্গার পর থেকেই সারাদেশে আওয়ামীলীগ ও এর দোসরা যাতে কোনো খানে দাঁড়াতে না পারে তার জন্যই তাদের সবস্থাপনা ভেঙ্গে দেওয়া হবে। এরপর এই ভবনের জায়গাতে শিশু পার্ক করা হবে বলে ঘোষণা দেন তারা।
এর আগে গতকাল রাত বারোটার দিকে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে আবারো আগুন দিয়ে ডিজে নাচ করেন তারা।
৬ আগস্টে আওয়ামী লীগের এই জেলা কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সাথে থাকা দৈনিক উত্তরবঙ্গ পত্রিকার অফিস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মালেক শেখের 'ল' চেম্বারও পুড়িয়ে দেন বৈষম্যবিরোধী ছাত্র জনতা।