× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লোহাগড়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৬ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

নড়াইলের লোহাগড়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। আজ ( ৮ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় পঙ্গু হাসপাতাল, যশোরের সৌজন্যে এবং হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের সহযোগিতায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

এ সময় লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মিঠুন মৈত্র, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান উপস্থিত ছিলেন।  দিনব্যাপী ক্যাম্পে লোহাগড়া অঞ্চলের তিন শতাধিক অসুস্থ হতদরিদ্র নারী-পুরুষ এবং শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। 

যশোর মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অর্থোপ্যাডিক সার্জন ও পঙ্গু হাসপাতাল যশোরের প্রতিষ্ঠাতা অধ্যাপক  ডা: এ এইচ এম আব্দুর রউফ এর পরিচালনায় ঢাকা পঙ্গু হাসপাতালের আবাসিক সার্জন ডা: পার্থ প্রতিম চক্রবর্তী,  যশোর পঙ্গু হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মোস্তফা মুনতাসির মামুন, ডা: প্রদীপ চন্দ্র সূত্রধর, ডা: শান্তনু চক্রবর্তী, ডা: মো. মেহেদী হাসান রুবেল উপস্থিত থেকে ক্যাম্পে আগত রোগী দেখেন এবং চিকিৎসাপত্র দেন। 

দিনব্যাপী আয়োজিত অর্থোপেডিক মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আগত মল্লিকপুর গ্রামের অশীতিপর বৃদ্ধা নূরজাহান বেগম (৭১), লোহাগড়ার  নাসরিন জামান (৩০), অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো: মুরাদ হাসান (৪৭) বলেন, 'এ ধরনের আয়োজনে এলাকাবাসী উপকৃত হয়েছেন এবং আগামীতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। 

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান বলেন এ ধরনের আয়োজন করতে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। ডা. আব্দুর রউফ স্যার অর্থোপেডিক্স চিকিৎসায় বাংলাদেশের অন্যতম। এধরণের সেবা মুলক কাজ আগামিতেও অব্যহত থাকবে।লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র -ছাত্রীরা ভলেন্টিয়ার হিসাবে কাজ করেছে এজন্য তাদেরকে আমার এবং বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানায়। 

অধ্যাপক ডা. আব্দুর রউফ বলেন, আমি নড়াইলে চাকরি করেছি। নড়াইলের অনেক রুগী আমার হাসপাতালে চিকিৎসা নিতে যায়। আমার নিজের কাছে মনে হলো নড়াইলবাসীকে আমারও কিছু দেওয়ার প্রয়োজন আছে সেই কৃতজ্ঞতা বোধ থেকে আমি নড়াইলে বিনামূল্যে এ চিকিৎসা সেবা দিতে এসেছি। প্রতি মাসে একবার না হলেও বছরে একবার নড়াইলে এসে ফ্রী মেডিকেল ক্যাম্পেইন করবো ইনশাআল্লাহ। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.