চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ১ম পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (৮ ফেব্রুয়ারি) বিদ্যালয প্রাঙ্গনে সকালে স্কুল প্রাঙ্গনে পুনর্মিলনীর উদ্বোধন করেন ও প্রধান অতিথির বত্তব্য রাখোন,বিএনপি‘র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা আতাউর রহমান ঢালি ৷
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপসচিব আশরাফ হোসেন,যুগ্মসচিব বিভারুদৌলা চৌধুরী, মাদকদব্র নিয়ন্ত্রন অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর মো: সামছুল আলম,জেলা বিএনপির যুগ্মসম্পাদক তানবির হুদা,অধ্যক্ষ ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম ৷
ইঞ্জিনিয়ার মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে ও মো: জিয়া উদ্দিন ও মো: জাকির হোসেনের যৌথ সঞ্চালনায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার আবু ইউসুফ,ওসি আতাউর রহমান, বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর আনিছুর রহমান,ডঃ মো: শহীদুল্লা কলেজের অধ্যক্ষ খালেকুজ্জামান,পল্লী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন,বাংলাদেশ সরকারের যুগ্মসচিব মো: বোরহান উদ্দিন ৷
স্বগত বক্তব্যদেন অনুষ্ঠান উদযাপনের আহবায়ক কমিটির আহবায়ক শাহজাহান সরদার,ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সেলিনা পারভিন, প্রাত্তন শিক্ষক হারুনুর রশিদ, জয়নাল আবেদিনসহ আরো অনেকে ৷
পরে স্মৃতি চারণ, সম্মাননা প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা মিলিত হয় উন্মুক্ত আড্ডায়।
সন্ধ্যায় স্থানীয় ও ঢাকা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।