× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হানি লাইফ ফানি স্টোরিসের প্রকাশনা উৎসব

কামরুল হাসান টিটু,রংপুর ব‌্যু‌রো

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৬ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

গল্পের সাথে মিল রেখে শৈল্পিক প্রচ্ছদ মলাটে ৭২ পৃষ্ঠায় ২১ টি গল্প নিয়ে ডা: জাকিয়া সুমী’র প্রকাশিত হয়েছে “হানি লাইফ ফানি স্টোরিস”। লেখক ২১ টি গল্পে মজার গল্প, অভিজ্ঞতার গল্প এবং ছাত্র শিক্ষকের সম্পর্কের গল্প তুলে ধরেছেন সাবলিলভাবে। 

আজ শনিবার (8 ফেব্রুয়ারী) বেলা ১১ টায় পাবলিক লাইব্রেরি হলরুমে রংপুর মেডিকেল কলেজের প্রভাষক ডা: জাকিয়া সুমী এর প্রকাশিত সেই “হানি লাইফ ফানি স্টোরিস” এর প্রকাশনা অনুষ্ঠিত হয়। 

প্রকাশনা অনুষ্ঠানে নর্দাণ মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ সহযোগি অধ্যাপক ডা: শাখেরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা: মফিজুল ইসলাম মান্টু, কথাসাহিত্যিক রানা মাসুদ, লেখক শ ম আমজাদ হোসেন, রেশম বোর্ডের সাবেক ডেপুটি ডিরেক্টর জিল্লুর রহমান, ডা: সুভাষ চন্দ্র সরকার, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোতালেব হোসেন, সিটি প্রেসক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরী। 

“হানি লাইফ ফানি স্টোরিস” বইনটি নিয়ে আলোচনা করেন লেখক শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ফেরদৌস রহমান পলাশ। এতে স্বাগত বক্তব্য রাখেন পাতা প্রকাশের পক্ষে লেখক জাকির আহমদ। শুভেচ্ছা কথা বলেন বইটির প্রচ্ছদ ও অলংকরণে সাবা আত তাহজীর।

“হানি লাইফ ফানি স্টোরিস” বইটি প্রকাশ করেছেন পাতা প্রকাশ। বইটিতে ২১ টি গল্প রয়েছে। এরমধ্যে মজার গল্প, অভিজ্ঞতার গল্প এবং ছাত্র শিক্ষকের সম্পর্কের গল্প রয়েছে। ৭২ পৃষ্ঠার বইটির মুল্য ধরা হয়েছে ২৫০ টাকা। বইটি একুশে বইমেলায় ৬৫৪ নম্বর পাতা প্রকাশ স্টলে পাওয়া যাচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.