× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এ-দেশের সমস্ত মানুষ আমাদের কাছে আমানত - জামায়াতের আমীর

অন্তর দে বিশাল, স্টাফ রিপোর্টার(কক্সবাজার):

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

এ-দেশের সমস্ত মানুষ আমাদের কাছে আমানত। এর ভিতর যদি অপরাধী'রা থাকে তাদেরকে আইনের হাতে ধরে দিবেন, বিচার তাদের করতে হবে। কক্সবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এ-সব কথা বলেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান। 


আজ (৮ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার সরকারি কলেজ মাঠে জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, দেশের সকল নাগরিককে বলবো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারো কোন ধরনের উসকানিতে আমরা নিজেদের কোন ক্ষতি সাধণ করতে দিবো না। এদেশের সম্মত মানুষ আমাদের কাছে আমানত।


এর ভিতর যদি অপরাধীরা থাকে তাদের কে আইনের হাতে ধরে দিবেন, বিচার তাদের করতে হবে। তবে যারা রাতের বেলায় কোর্ট বসিয়ে বিচারের নামে অবিচার করতে পেরেছিলেন। এখন দেখতে চাই না, দুর্ধর্ষ সন্ত্রাসী, লুটেরা, খুনিদেরকে জনগণ হাতে তুলে দিবে, আর আপনারা পরের দিন তাদের ছেড়ে দিবে। এটা আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই, যারা এ সমাজকে ছিন্নভিন্ন করে ফেলছিলো তাদেরকে জেলের জিম্মিই, কারাগারে রেখে তাদের বিচার সম্পূর্ণ করতে হবে। 


এসময় কক্সবাজার সরকারি কলেজ মাঠে জেলা শাখার আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারির সভাপতিত্বে অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলনে আমিরে জামায়াতের পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, অধ্যাপক আহসান উল্লাহ, সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মোস্তাফিজুর রহমান।


এর আগে কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর আমীরের আগমন উপলক্ষে সকাল ৯টায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

সকাল ৯টার আগেই কর্মী সম্মেলনের মাঠ কর্মী ও সমর্থকদের পদচারণায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। যেখানে লক্ষাধিক লোকের সমাগম ঘটেছে। 


আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলের নিজস্ব ৬ শতাধিক স্বেচ্ছাসেবক রাখা হয়েছিলো। ছিলো মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স, টেকনিক্যাল টিমসহ প্রয়োজনীয় প্রস্তুতি। কর্মী সম্মেলনে পুরুষের পাশাপাশি অংশ নেওয়া নারী কর্মীদের জন্য সরকারি কলেজের নিকটবর্তী ইলিয়াস মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আলাদা বসার ব্যবস্থা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.