ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৪-২০২৫ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষমাত্রাসমূহ শতভাগ অর্জনে শাখা ব্যবস্থাপকদের করনীয় সম্পর্কিত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৮ ফেব্রুয়ারী) সকালে নগরীর একাডেমি রোডে অবস্থিত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের কেন্দ্রীয় উপ ব্যবস্থাপনা পরিচালক- ১ মোঃ আঃ রহিম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের কেন্দ্রীয় পরিকল্পনা ও পরিচালনা মহাবিভাগের মহাব্যবস্থাপক আবু সাঈদ মোঃ রওশানুল হক, ব্যাংকের কেন্দ্রীয় ঋণ আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন রাজীব, কেন্দ্রীয় ঋণ আদায় বিভাগের উপ মহাব্যবস্থাপক মুহাম্মদ রাশিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন কৃষি ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় নিরিক্ষা কর্মকর্তা আহম্মদ আমান ও ময়মনসিংহ বিভাগের আওতাধীন মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, আঞ্চলিক নিরিক্ষা কর্মকর্তা সহ বিভাগের সকল শাখা ব্যবস্থাপক বৃন্দ। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় মহাব্যবস্থাপক মোঃ ফাতেহ খান।
কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পর্যালোচনা সভায় ঋণ আদায় ও ঋণ বিতরণ সহ কৃষি ব্যাংকের অন্যান্য ব্যাংকিং কার্যক্রমের সার্বিক লক্ষমাত্রা অর্জন বিষয়ে পর্যালোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি মোঃ আঃ রহিম আশাবাদ ব্যক্ত করে বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ী চলতি আমানত সংগ্রহের মাধ্যমে বিকেবি'র আমানত স্থিতি বৃদ্ধির করে আগামীতে সার্বিক লক্ষমাত্রা অর্জনে ময়মনসিংহ বিভাগ সহ বাংলাদেশের কৃষি ও কৃষি অর্থনীতিতে অবদান রাখবে বাংলাদেশ কৃষি ব্যাংক।