খাগড়াছড়ির দীঘিনালায় ডেইলি অবজারভার, দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি ও আঞ্চলিক দৈনিক সবুজ পাতার দেশের বার্তা সম্পাদক সাংবাদিক সোহেল রানা’র অফিস ও তাঁর বানিজ্যিক প্রতিষ্ঠান ভাংচুর করে ল্যাপটপ ও হার্ডডিস্ক সহ বেশ কয়েকটি ইলেকট্রনিকস জিনিসপত্র লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গেল শুক্রবার (০৭ ফেব্রুয়ারী) মধ্যরাতে উপজেলার ০৩ নং কবাখালী ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের কবাখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক সোহেল রানা জানান, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করতে অজ্ঞাত কোন একটি মহল এ ঘটনা ঘটিয়েছে। গত রাতে (শুক্রবার দিবাগত রাত) আমার সংবাদ পত্রের অফিস ও বানিজ্যিক প্রতিষ্ঠানের (ডিজিটাল স্টুডিও) টেবিল ও তালা ভাংচুর করে ০১ টি ল্যাপটব, ০২টি হার্ড ডিস্ক ও ক্যামেরার ভিতরে থাকা মেমোরি কার্ড লুট করে নিয়ে যায়। এসবে আমার পেশাগত ও ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ছিল।’
তিনি আরো জানান, ‘এটি শুধুমাত্র লুট নয়, পেশাগত ও ব্যক্তিগত তথ্য লুট করে আমাকে সামাজিক ভাবে হেনস্তা করার উদ্দেশ্য এ লুট করা হয়েছে।’
এ ঘটনায় শনিবার (০৮ ফেব্রুয়ারী) সকালে ভুক্তভোগী সাংবাদিক সোহের রানা দীঘিনালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, লিখিত অভিযোগ ও আলামতের ভিত্তিতে লুট হওয়া জিনিসপত্র উদ্বারে পুলিশ কাজ করছে।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিছু আলামত উদ্বার হয়েছে। আলামত ও ভুক্তভোগী সাংবাদিকের করা লিখিত অভিযোগের ভিত্তিতে লুট হওয়া জিনিসপত্র উদ্ধার করতে দীঘিনালা থানা পুলিশ কাজ করছে।’